কলকাতা: নিউ গড়িয়ার অভিজাত আবাসনে বৃদ্ধা খুনের কিনারা করল পুলিশ। গৃহপরিচারিকা আশালতা সর্দার ও তার পুরুষ সঙ্গীকে গ্রেপ্তার করা হয়েছে রায়দিঘি থেকে। অভিযোগ, গয়নাগাটি লুটের পরই হত্যা করা হয় বৃদ্ধা বিজয়া দাসকে (৭৯)। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে লুট হওয়া গয়নাগুলি।
নিউ গড়িয়ার সমবায় আবাসনের এফ ব্লকের একটি দোতলা বাড়িতে থাকতেন প্রশান্ত দাস ও তাঁর স্ত্রী বিজয়া দাস। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের সংস্থায় কাজ করতেন প্রশান্তবাবু। দম্পতির ছেলে থাকেন জার্মানিতে, মেয়ে মুম্বইয়ে।
শুক্রবার সকালে সাফাই করতে এসে বাড়ির বহুদিনের পরিচারিকা মধুমিতা আঁতকে ওঠেন। সিঁড়ির কাছে পড়ে ছিল বৃদ্ধার রক্তাক্ত দেহ। মুখ, হাত-পা বাঁধা অবস্থায় পড়েছিলেন বিজয়া দেবী। মাথা ও মুখে ছিল গুরুতর আঘাতের চিহ্ন। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, শ্বাসরোধ ও মাথায় আঘাত করে খুন করা হয়েছে তাঁকে।
তবে কর্তা প্রশান্ত দাসকে রেহাই দেয় খুনিরা। সদ্য অস্ত্রোপচার হওয়ায় তাঁকে খাটের তলায় লুকিয়ে রাখা হয়। দীর্ঘ সময় খাবার ও ওষুধ ছাড়া পড়ে ছিলেন তিনি। পরে পরিচারিকা মধুমিতা ও স্থানীয় এক বৃদ্ধাশ্রম কর্মীর উদ্যোগে তাঁকে উদ্ধার করা হয়। আতঙ্কগ্রস্ত প্রশান্তবাবুকে আপাতত আত্মীয়দের হেফাজতে রাখা হয়েছে।
পুলিশের দাবি, খুন-লুটে জড়িত আয়া আশালতা ও তার সঙ্গীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে গয়নাগাটি। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।