শিলিগুড়ি, ৩ নভেম্বর: নিউ জলপাইগুড়ি স্টেশনে হকারদের উপর রেল পুলিশের ধারাবাহিক নিগ্রহের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। সোমবার শিলিগুড়ি টাউন ব্লক-৩ শ্রমিক সংগঠন (আইএনটিটিইউসি)-র পক্ষ থেকে সুজয় সরকারের নেতৃত্বে নিউ জলপাইগুড়ি আরপিএফ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়।
বিক্ষোভে অংশ নেওয়া হকার ও শ্রমিকদের অভিযোগ, প্রতিদিন রেল পুলিশ হকারদের হয়রানি করছে, জিনিসপত্র বাজেয়াপ্ত করছে এবং অযথা জরিমানা আদায় করছে। এতে সাধারণ হকারদের জীবিকা বিপন্ন হয়ে পড়েছে।
দীর্ঘ বিক্ষোভের পর শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা আরপিএফ আধিকারিকের হাতে একটি স্মারকলিপি প্রদান করেন।
শিলিগুড়ি টাউন ব্লক-৩ আইএনটিটিইউসি সভাপতি সুজয় সরকার বলেন—
“হকাররা দিন আনে দিন খায়। অথচ রেল পুলিশ প্রতিনিয়ত ধড়পাকড় ও জরিমানা করছে। এর ফলে বহু শ্রমিক পরিবার অনিশ্চয়তার মুখে পড়েছে। যদি রেল প্রশাসন দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, হকারদের পুনর্বাসন ও নির্দিষ্ট নীতিমালা তৈরির দাবিতেও আন্দোলন অব্যাহত থাকবে।