
মালদা জেলার ইংলিশবাজার ব্লকের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের লক্ষীপুর বাজার পাড়া এলাকায় ফের মাথাচাড়া দিয়ে উঠেছে গোষ্ঠীদ্বন্দ্ব। মঙ্গলবার ভোররাতে হঠাৎ করে শুরু হয় ব্যাপক উত্তেজনা ও সহিংসতা। স্থানীয় দুই গোষ্ঠীর মধ্যে পুরনো বিবাদকে কেন্দ্র করে ঘটে এই সংঘর্ষ, যা রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী এলাকায় ঢুকে একের পর এক বাড়ি ও দোকানে হামলা চালায়। ব্যাপক ভাঙচুর করা হয় স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানে। আতঙ্কে ঘরের আলো নিভিয়ে, দরজা-জানলা বন্ধ করে রাখেন বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় ইংলিশবাজার থানার বিশাল পুলিশ বাহিনী। তবে তাদের উপস্থিতিতেও থামেনি হামলা—উলটে পুলিশের উপরেই ছোড়া হয় ইট-পাটকেল।
এই হামলায় এক পুলিশ কর্মী এবং তিন জন সিভিক ভলান্টিয়ার জখম হন। ভাঙচুর করা হয় পুলিশের একটি গাড়িও। এছাড়াও, রাস্তার ধারে রাখা একাধিক ব্যক্তিগত গাড়িও হামলার শিকার হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চলছিল, যা মঙ্গলবার গভীর রাতে চূড়ান্ত আকার নেয়।
এদিকে গোটা এলাকা জুড়ে এখন চরম আতঙ্কের পরিবেশ। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকায় টহল দিচ্ছে RAF ও সশস্ত্র পুলিশ। পরিস্থিতি যাতে আর না বিগড়ে, তার জন্য পুলিশ প্রহরা আরও কড়া করা হয়েছে।
এই ঘটনার পর এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে কিনা, তা জানা যায়নি। তবে পুলিশ সূত্রে খবর, ঘটনার ভিডিও ফুটেজ ও স্থানীয়দের বয়ান সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে। প্রশাসনের আশ্বাস, দোষীদের দ্রুত চিহ্নিত করে কড়া পদক্ষেপ নেওয়া হবে।