
রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখা যায় সাফাই কর্মীদের বিক্ষোভ । সরকারি সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত এমন বিষয় নিয়ে পথে নামতে দেখা গিয়েছে তাদের বহুবার , আর এবার সাফাই কর্মীদের সংগঠন গুলিকে আরো শক্তিশালী করতে শিলিগুড়িতে দেখা গেলো নয়া উদ্যোগ ।আজ শিলিগুড়ির একাধিক জায়গায় গড়ে ওঠা বিভিন্ন সাফাই কর্মী সংগঠন গুলিকে একত্রিত করে গঠন করা হলো নর্থ বেঙ্গল দলিত একতা মঞ্চ(দার্জিলিং ডিস্ট্রিক্ট কমিটি)। এখন আর ভিন্ন ভাবে নয় একত্রিত ভাবে যোগ হলো শিলিগুড়ির বিভিন্ন সাফাই সংগঠন গুলি । এই সংগঠনের এক সদস্য জানান , যেকোনো দেশ বা শহরকে উন্নত করার ক্ষেত্রে একজন সাফাই কর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একজন সাফাই কর্মী তার সঠিক মূল্য বা প্রাপ্ত মর্যাদা পাচ্ছেন না , যার ফলে তারা পিছিয়ে পড়ছে এবং এর প্রভাব পড়ছে পরিবারে ওপর, উন্নত শিক্ষা দিতে পারছেন না তাদের ছেলে মেয়েদের , সাধারণ চাহিদাও পূরণ করতে হিমশিম খেতে হচ্ছে তাদের ফলে উন্নত সমাজের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে তারা , এই সমস্ত বিষয় গুলির দিকে যাতে রাজ্য বা কেন্দ্র সরকার নজর দেই সেই উদ্দেশ্যেকেই পাথেও আজ শিলিগুড়িতে গঠন করা হলো নর্থ বেঙ্গল দলিত একতা মঞ্চ দার্জিলিং ডিস্ট্রিক কমিটি ।