
কোচবিহার: আজ সকালে যাত্রী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বামন হাট রেলস্টেশন জানা যায় ১৫৪ ৬৮ আপ বামন হাট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ৯:৩০ মিনিটে ছাড়ার কথা থাকলেও একটি কোচে যান্ত্রিক ত্রুটি থাকার ফলে ট্রেনটি ছাড়তে দেরি হয় আর এই নিয়েই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। তাদের অভিযোগ, যখন তারা টিকিট কেটেছিলেন তখন তাদের বিষয়টি বলা হয়নি। ট্রেনে বসার পর তারা জানতে পারে ট্রেনটি নির্দিষ্ট সময়ে রওনা দেবে না, যে কোচটিতে যান্ত্রিক ত্রুটি রয়েছে সেটিকে সালটিং করে বামন হাটে রেখে তারপরেই শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে ট্রেন। এরপরেই টিকিটের টাকা ফেরতের দাবিতে উত্তাল হয়ে ওঠে স্টেশন চত্বর তাদের দাবি, অবিলম্বে তাদের পয়সা ফেরত দিতে হবে।