
দক্ষিণ দিনাজপুর: গতকাল দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার গোপালগঞ্জে একটি পোস্ট অফিস এবং একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরির চেষ্টার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে কুমারগঞ্জ থানার পুলিশ। একইসঙ্গে, গঙ্গারামপুরে একটি এটিএম-এ চুরির চেষ্টার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করে গঙ্গারামপুর থানার পুলিশ।
বৃহস্পতিবার বালুরঘাটে এক সাংবাদিক সম্মেলনে দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তাল সাংবাদিকদের জানান, ধৃতদের আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে। পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতদের কাছ থেকে চুরির পরিকল্পনা ও জড়িত আরও ব্যক্তিদের সম্পর্কে তথ্য আদায় করাই লক্ষ্য।