
জলপাইগুড়ি: আলুর ন্যায্য মূল্য ও বিপণন ব্যবস্থার দাবিতে পথ অবরোধে নামল সংযুক্ত কিষান সভা। সোমবার জলপাইগুড়ি সদর ব্লকের নওয়া পাড়ায় অবস্থিত একটি হিমঘরের সামনে সংগঠনের পক্ষ থেকে পথ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
সংযুক্ত কিষান সভার আহ্বায়ক আশীষ সরকার বলেন, “ভিন রাজ্যে আলু পাঠানোর ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে। অন্যান্য রাজ্যের সরকারের সঙ্গে আলোচনা করে আলু চাষিদের কষ্টের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে।”

অন্যদিকে সংযুক্ত কিষান সভার নেতা গোবিন্দ রায় জানান, “আমরা ইতিমধ্যেই জেলা শাসক থেকে কৃষি সমবায় দফতর-সব দপ্তরকে অবগত করেছি। আমাদের দাবি, অবিলম্বে রাজ্য সরকারকে ১৩০০ টাকা প্রতি কুইন্টাল দরে আলু কিনতে হবে।”
এই ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। তবে পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।