রাজগঞ্জ, শুক্রবার: রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের গন্ডার মোড় এলাকায় গভীর রাতে চুরির ঘটনায় চাঞ্চল্য। বৃহস্পতিবার রাতেই চোরেরা দুটি আলাদা বাড়িতে হানা দিয়ে তিনটি দামী মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।
বাড়ির মালিক বচ্চন বিশ্বাস জানান,
“রাতে খাওয়া-দাওয়া করে রাত দু’টোর সময় ঘুমিয়ে পড়ি। আজ সকালে উঠে দেখি দুটি মোবাইল নেই। জানালা দিয়ে চোরেরা ঢুকে চুরির ঘটনা ঘটিয়েছে।”

স্থানীয় সূত্রে খবর, পাশের আরেকটি বাড়ি থেকেও একই রাতে একটি মোবাইল ফোন উধাও হয়েছে। সবমিলিয়ে তিনটি দামী মোবাইল চুরি হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
ভুক্তভোগীদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোরের আলোতেই ঘটনাটি রাজগঞ্জ থানার পুলিশকে জানানো হবে।