
কোচবিহার, ৩০ জুলাই: দিনহাটা ২ নম্বর ব্লকের বামনহাটের দক্ষিণ লাউচাপড়া এলাকায় দীর্ঘদিনের বেহাল রাস্তার অবস্থা ঘিরে ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী। রাস্তা সংস্কারের দাবিতে মঙ্গলবার সকাল থেকে পথ অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারা।
পথ অবরোধ হয় দিনহাটা চৌধুরীহাট রাজ্য সড়কের বামনহাট পেট্রোল পাম্প এলাকায়। বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে এই অঞ্চলের রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। কাদা, গর্তে ভরা এই রাস্তা দিয়ে ছাত্রছাত্রী থেকে গর্ভবতী মহিলাদের চলাচল করাই অসম্ভব হয়ে পড়েছে।
এলাকাবাসীর বক্তব্য, বহুবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনও স্থায়ী সমাধান হয়নি। তাই এবার তাঁরা বাধ্য হয়ে পথ অবরোধ এবং ভোট বয়কটের হুঁশিয়ারির পথ বেছে নেন।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাহেবগঞ্জ থানার পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হলে, আপাতত অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা।
একজন আন্দোলনকারী বলেন,
“রাস্তা না সারলে শুধু অবরোধ নয়, আগামী ভোটেও অংশ নেব না—এই বার্তা প্রশাসনকে স্পষ্টভাবে দিয়ে দিলাম।”
স্থানীয় প্রশাসনের আশ্বাস বাস্তবে কতটা কার্যকর হয়, তা এখন দেখার।