শিলিগুড়ি: ডাকাতির ছক বানচাল করল নিউ জলপাইগুড়ি থানার সাদাপোশাক পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করে চার যুবককে।
ধৃতদের নাম-গণেশ ঘোষ, কৌশিক দাস, রাজা ঘোষ ও সুনীল সূত্রধর। চারজনই শিলিগুড়ির বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, কাশ্মীর কলোনি বাসস্ট্যান্ডের কাছে ওই যুবকেরা বড়সড় অপরাধমূলক পরিকল্পনার জন্য জড়ো হয়েছিল। গোপন সূত্রে খবর পাওয়ার পর দ্রুত অভিযানে নামে নিউ জলপাইগুড়ি থানার সাদাপোশাকের টিম। সেখানেই হাতেনাতে ধরা পড়ে অভিযুক্তরা।
তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিভিন্ন অস্ত্রশস্ত্র। প্রাথমিক তদন্তে জানা গেছে, পরিকল্পিতভাবে বড়সড় ডাকাতির ছক কষছিল তারা।
শুক্রবার চার অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।