
পশ্চিমবঙ্গের রাস্তা উন্নয়ন ‘ঐতিহাসিক’, তবে জমি জটে থমকে রিং রোড প্রকল্প
:
শনিবার শিলিগুড়ির কাশ্মীর কলোনির রেল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল রোজগার মেলা, যেখানে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী অজয় টামটা জানালেন—“দেশে চাকরির কোনো অভাব নেই। বরং পরিকাঠামোর উন্নয়নের ফলে প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন নতুন কাজের সুযোগ।”
তিনি বলেন, পশ্চিমবঙ্গের সড়ক ব্যবস্থার উন্নতি ঐতিহাসিক, কেন্দ্র বহু অর্থ বরাদ্দ করেছে। কিন্তু জমি জটের কারণে বহু গুরুত্বপূর্ণ প্রকল্প, বিশেষ করে রিং রোড, আটকে রয়েছে। তাঁর অভিযোগ, রাজ্যের সহযোগিতা না থাকায় সাধারণ মানুষ উন্নয়নের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
এই রোজগার মেলায় ৭৯ জন চাকরিপ্রার্থী হাতে পেয়েছেন নিয়োগপত্র—তার মধ্যে ৭৫ জন রেল বিভাগে এবং ৪ জন পোষ্টাল বিভাগে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ জয়ন্ত রায়, বিধায়ক শঙ্কর ঘোষ, শিখা চ্যাটার্জি, আনন্দ বর্মন, দুর্গা মূর্মূ এবং কাঠিহার ডিভিশনের DRM সুরেন্দ্র কুমার।
সুরেন্দ্রবাবু জানান, “এই মেলার মাধ্যমে বেকার যুবক-যুবতীদের সরকারি চাকরিতে নিযুক্ত করা বড় পদক্ষেপ। ভবিষ্যতে এমন আরও উদ্যোগ নেওয়া হবে।”