
হুড়মুড়িয়ে আচমকাই কেঁপে উঠলো বাড়ি , টেবিলের ওপর থেকে একের পর এক কাচের গ্লাস,বোতল নিচে পড়তেই প্রচন্ড শব্দে ভেঙে চুরমার ! সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরছে রাশিয়ার সেই আতঙ্কের ভিডিও ও ছবি ।
যে যার কাজে ব্যাস্ত হটাৎ করেই কেঁপে উঠলো পায়ের নিচের জমি তার সঙ্গে সঙ্গে কাঁপছিলো গোটা বাড়ি, ভেঙে পড়ছিলো একের পর এক ঘরে রাখা জিনিস পত্র , ভয়ে প্রাণ বাঁচাতে সকলেই করছিলেন ছুটোছুটি। মুহূর্তের মধ্যে কম্পন বন্ধ হতেই সামনে এলো ধ্বংস স্তুপের ছবি। কোথাও ভেঙে ঝুলছে বাড়ির একাংশ তো কোথাও আবার লণ্ডভণ্ড বাড়ি সহ দোকান পাটের জিনিস পত্র। এখনো পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের সাক্ষী থাকলো রাশিয়া।

৮.৮ রিখটার স্কেলের মাত্রা , গত কয়েক দশকের মধ্যে প্রবল শক্তিশালী ভূমিকম্প হলো রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে- এর দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাশিয়ার উপদ্বীপের পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে ১৩৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ১৯.৩ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের জেরে কেঁপে ওটা বাড়ি ঘর সহ জিনিস পত্রের সেই মুহূর্তের ভিডিও , ফটো ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।
শুধু ভূমিকম্প হয়েই থামেনি প্রাকৃতিক এই দুর্যোগ নেমে এসেছে আরো ঘন অন্ধকার তাও আবার শুধু রাশিয়াতেই নয় রাশিয়া সহ আমেরিকা , জাপানের মতো ও বেশ কিছু জায়গায় , আছড়ে পড়েছে সুনামি। জাপানের উপকূলে আছড়ে পড়েছে ৫০ সেমি উঁচু ঢেউ। ঘর বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে ছুটছে সেখানকার মানুষজন। জাপান প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে জাপান প্রশাসন।