
শিলিগুড়ি, ২৫ জুলাই: শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন ভোলানাথ পাড়া এলাকার একটি বেসরকারি স্কুলে প্রবেশের সময় হঠাৎ পরিবর্তনে চাঞ্চল্য ও ক্ষোভ ছড়াল অভিভাবকদের মধ্যে। অভিযোগ, নির্ধারিত সময়ের আগেই স্কুল গেট বন্ধ করে দেওয়ায় একাধিক পড়ুয়া ও অভিভাবক বাইরে আটকে পড়েন।
জানা গেছে, প্রতিদিন সকাল ৮:৫০ মিনিটে স্কুল গেট খোলা হয় এবং ঠিক ৯টা ৩ মিনিটে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এদিন, নির্ধারিত সময়ের আগেই গেট বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ অভিভাবকদের। এতে বহু পড়ুয়া প্রবেশ করতে না পেরে বাইরে দাঁড়িয়ে পড়ে। যদিও তাদের পরে স্কুলে প্রবেশ করায় স্কুল কর্তৃপক্ষ।
অভিভাবকদের অভিযোগ, রাস্তায় লোডিং-আনলোডিং, যানজট ও বেহাল রাস্তাঘাটের কারণে প্রতিদিনই স্কুলে পৌঁছাতে সমস্যা হয়। তাছাড়া, স্কুলের সামনে ট্রাফিক ব্যবস্থারও ঘাটতি রয়েছে। আজ সকালেও বহু অভিভাবক তাঁদের সন্তানদের নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর সাব ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা। তাঁদের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ট্রাফিক বিভাগের তরফে জানানো হয়েছে, আগামীকাল থেকেই স্কুলের সামনে নজরদারি জোরদার করা হবে।
এদিকে, বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে ডিরেক্টর এস. পি. দাস বলেন, ‘‘অভিভাবকদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের স্কুলে নির্দিষ্ট প্রটোকল রয়েছে। যারা দেরি করে আসেন, তাঁরা শিক্ষার্থীদের ভুল বার্তা দিচ্ছেন।’’
তিনি আরও বলেন, ‘‘অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পৌঁছে দেওয়ার পরও দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকেন এবং যত্রতত্র গাড়ি পার্ক করে যানজট সৃষ্টি করেন। সমস্যার সমাধানে প্রয়োজন হলে অভিভাবকদের আরও কিছুটা আগে বের হতে হবে।’’
তিনি জানান, রাস্তায় যানজট সমস্যা মেটাতে ইতিমধ্যেই ট্রাফিক বিভাগের সঙ্গে আলোচনা হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি মেনেই স্কুল চলবে এবং নির্ধারিত সময়েই গেট বন্ধ হবে বলেও জানান তিনি।