
শিলিগুড়ি | ৪ আগস্ট, ২০২৫: আজ সোমবার, ৪ঠা আগস্ট, শেঠ শ্রীলাল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ডেপুটেশন জমা দেওয়া হল পানিট্যাংকি আউটপোস্টে।
সমিতির অভিযোগ, পানিট্যাংকি আউটপোস্টটি পরিকাঠামোগত সমস্যার কারণে অন্যত্র সরানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, যা কর্মরত পুলিশকর্মী, বিশেষ করে মহিলা কর্মীদের জন্য বিশেষ অসুবিধাজনক হবে।

শেঠ শ্রীলাল মার্কেট এলাকায় প্রতিদিন কিছু অপরিচিত হকার ঘোরাঘুরি করছেন, যাদের চলাফেরায় ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এই সমস্যার জেরে দোকানদাররা কার্যত ব্যবসা চালাতে সমস্যায় পড়ছেন বলেও দাবি করেন সমিতির সদস্যরা।
সমিতির বক্তব্য:
“আউটপোস্ট সরিয়ে নিয়ে যাওয়া হলে এখানে আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। পাশাপাশি মহিলা কর্মীদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে।”