
সেভক, ৩১ জুলাই: বুধবার রাতে দার্জিলিং জেলার সেভকে পর্যটনগরের কাছে একটি নিয়মিত নাকা চেকিংয়ের সময় বিশাল পরিমাণে মাদক-সহ দুই যুবককে গ্রেফতার করল সেভক পুলিশ।
এই অভিযান পরিচালনা করেন সেভক পুলিশ পোস্টের ওসি এসআই তপন কুমার দাস। ধৃত দুই যুবকের নাম — ১) নিখিল ভুজেল ও ২) ইয়াবেশ গন্দরবা, দুজনেই কালিম্পং জেলার তিস্তা এলাকার বাসিন্দা।
তাদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়:
- স্পাকোর ভন (Spacore Von) ক্যাপসুল – মোট ১৪৪০টি,
- আসকোডেক্স সিডি প্লাস (Ascodex CD Plus) কফ সিরাপ – মোট ১৫০ বোতল,
- একটি কেটিএম মোটরসাইকেল (নম্বর: WB 79A 905)।
জানা গিয়েছে, তারা সিলিগুড়ি থেকে কালিম্পংয়ের দিকে যাচ্ছিল। পথেই তাদের আটক করে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, তারা মাদক পাচারের উদ্দেশ্যেই এত বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক বহন করছিল।
তল্লাশি ও জব্দের সমস্ত প্রক্রিয়া NDPS আইনের নির্দেশ মেনেই সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই ধৃত দুই যুবকের বিরুদ্ধে NDPS Act অনুযায়ী একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে এবং তাদের গ্রেফতার করা হয়েছে।