
আইপিএলের শেষ প্রহরে এক বিশেষ নাম পেয়েছিলেন শ্রেয়স আইয়ার—‘সরপঞ্চ’। পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দিয়ে ১৬ বছর পর প্রথমবারের মতো ফাইনালে তুলেছিলেন তিনি। দলের প্রতিটি খেলোয়াড়কে একসূত্রে বেঁধেছিলেন নিজের নেতৃত্বগুণে। সেই কারণেই সমর্থকদের দেওয়া এই স্নেহের নাম।
তবে জাতীয় দলের নির্বাচকদের কাছে যেন ‘সরপঞ্চ’ আবারও অবহেলিত। মঙ্গলবার মুম্বইয়ে সাংবাদিক বৈঠকে যখন প্রধান নির্বাচক অজিত আগরকর এশিয়া কাপের ১৫ জনের দল ঘোষণা করেন, তখন পাশে বসা অধিনায়ক সূর্যকুমার যাদবের মুখে গর্বের হাসি থাকলেও শ্রেয়স আইয়ারের নাম উচ্চারিত হয়নি।
গত আইপিএলে ১৭৫-এর স্ট্রাইক রেট নিয়ে ৬০০’র বেশি রান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক—সব সাফল্যও শেষ পর্যন্ত তাঁকে দলে ফেরাতে পারল না। ইংল্যান্ড সিরিজে লাল বলের ফরম্যাটে যেমন তিনি ব্রাত্য ছিলেন, এবার টি-২০ ফরম্যাটেও সেই একই ছবি।
স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন—আদৌ কি ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় আছেন শ্রেয়স আইয়ার? তিনি যতই ঘরোয়া ক্রিকেট বা আইপিএলে রান করুন না কেন, নির্বাচকদের আস্থা আদৌ কি ফিরে পাবেন? নাকি এই অবহেলা তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের শেষ অধ্যায়ের শুরু?