
এশিয়া কাপ ২০২৫–এর জন্য ঘোষিত ভারতীয় দলে জায়গা হল না যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং শ্রেয়স আয়ারের (Shreyas Iyer)। দেশের অন্যতম সেরা দুই ব্যাটারের বাদ পড়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
স্কোয়াড ঘোষণার পর সাংবাদিক সম্মেলনে প্রধান নির্বাচক অজিত আগরকর জানান, দল নির্বাচনে ক্রিকেটীয় যুক্তির পাশাপাশি জায়গার সীমাবদ্ধতাও কাজ করেছে।
ইনিংস শুরুর জন্য দলে রয়েছেন শুভমন গিল, সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। শুভমন সহ–অধিনায়ক, সঞ্জু উইকেটরক্ষক হিসাবে অপরিহার্য। ফলে তৃতীয় ওপেনারের জায়গা নিয়ে লড়াই ছিল অভিষেক ও যশস্বীর মধ্যে। সেখানে যশস্বী পিছিয়ে পড়েছেন।
আগরকর বলেন, “যশস্বীর দলে না থাকা দুর্ভাগ্যজনক। কিন্তু অভিষেকের পারফরম্যান্স উপেক্ষা করা কঠিন। ও ব্যাট করতে পারে, আবার বলও করতে পারে। এতে অধিনায়কের হাতে বাড়তি বিকল্প থাকবে।”
তবে প্রশ্ন উঠছে, দলে অক্ষর পটেলের মতো বাঁহাতি স্পিনার রয়েছেন। সে ক্ষেত্রে অভিষেকের বোলিং দক্ষতাকে এতটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন ছিল কি? বিশেষজ্ঞদের মতে, যশস্বীর সাম্প্রতিক ফর্মই তাঁকে স্কোয়াডে রাখার জন্য যথেষ্ট ছিল। গত আইপিএলেই তিনি ১৪ ম্যাচে ৪৩ গড়ে ৫৫৯ রান করেছিলেন, স্ট্রাইক রেট ছিল ১৫৯.৭১।
শ্রেয়স আয়ারকেও দলে জায়গা দেওয়া হয়নি। মিডল অর্ডারে অভিজ্ঞতার অভাব তৈরি হবে কিনা, সেই প্রশ্ন উঠছে ক্রিকেট মহলে।