
ইংল্যান্ড সফরে শুভমন গিলকে নিয়ে প্রত্যাশা ছিলই। কিন্তু ভারতীয় তারকা ব্যাটার শুধু প্রত্যাশা পূরণ করেননি, বরং সমস্ত প্রত্যাশা ছাপিয়ে গিয়েছেন। লাল-বলের ফরম্যাটে তাঁর ধারাবাহিকতা নির্বাচকদের কাছে প্রমাণ করে দিয়েছে, তিনি এখন দলের অন্যতম ভরসার জায়গা।
এশিয়া কাপে গিলকে নেওয়া হবে কি না, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। অনেকেই মনে করেছিলেন, সূর্যকুমার যাদব নেতৃত্বে থাকলে হয়তো গিলকে জায়গা দেওয়া হবে না। তবে শেষ পর্যন্ত নির্বাচকরা অন্য সিদ্ধান্ত নিলেন।
মঙ্গলবার ঘোষিত এশিয়া কাপের ভারতীয় স্কোয়াডে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে শুভমন গিলকে। দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “ইংল্যান্ডে গিলের ফর্ম নিয়ে আমাদের প্রত্যাশা ছিলই। কিন্তু গিল প্রত্যাশার বেশি দিয়েছে। দুর্দান্ত ছন্দে রয়েছে ও। গিলকে নেওয়ার ফলে দলের ব্যাটিং অপশন আরও শক্তিশালী হয়েছে।”
এবারের এশিয়া কাপ হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। ভারতের অভিযান শুরু হবে ১০ সেপ্টেম্বর, আর ১৪ সেপ্টেম্বর ভারত–পাকিস্তান মহারণ ঘিরে উত্তেজনা ইতিমধ্যেই চরমে।