
শিলিগুড়ি: চাঞ্চল্যকর ঘটনা শিলিগুড়ি শহরের প্রখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান বয়েজ হাই স্কুলে। অভিযোগ, অষ্টম শ্রেণির এক ছাত্রকে মারধর করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় আরও কয়েকজন ছাত্র।
পরিবারের অভিযোগ, গত তিন বছর ধরে ক্লাস ফাইভ থেকে ওই ছাত্র শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিল। দফায় দফায় টাকা দাবি করা হত, আর টাকা দিতে অস্বীকার করলেই চলত মারধর ও মানসিক হয়রানি।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, স্কুলের দ্বিতীয় তলের সিঁড়িতে ওই ছাত্রকে চড়-থাপ্পড় মারা হচ্ছে। ভিডিও দেখেই আতঙ্কিত হয়ে পড়েন ছাত্রের পরিবারের সদস্যরা। মানসিকভাবে ভেঙে পড়েছে আক্রান্ত ছাত্রও।
স্কুলের সহকারী প্রধান শিক্ষক রণজয় দাস জানান, ঘটনার তদন্তে মঙ্গলবার আলোচনা সভা ডাকা হয়েছে। তবে, এই ঘটনার পর অভিভাবকরা সন্তানের ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে তাকে অন্যত্র ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাদের বক্তব্য, সন্তানের নিরাপত্তা ও মানসিক সুস্থতার জন্যই এই পদক্ষেপ।
ঘটনায় অভিভাবক মহলে ক্ষোভ এবং শিক্ষাঙ্গনে উদ্বেগ ছড়িয়েছে।