
শিলিগুড়ি: শহরের অন্যতম প্রাচীন ও গৌরবময় শিক্ষাপ্রতিষ্ঠান শিলিগুড়ি বয়েজ হাইস্কুলে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, অষ্টম শ্রেণির এক ছাত্রকে সহপাঠী ও অন্য শ্রেণির কয়েকজন ছাত্র দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। সম্প্রতি, স্কুলের দ্বিতীয় তলের সিঁড়িতে ওই ছাত্রকে চড়-থাপ্পড় মারার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
অভিযোগ, ক্লাস ফাইভ থেকেই ওই ছাত্রকে দফায় দফায় টাকা চাওয়া হত। টাকা না দিলে তাকে মারধর ও অপমান করা হতো। বহুবার স্কুল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে দাবি পরিবারের। ভিডিওটি ভাইরাল হওয়ার পর আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা ও মানসিকভাবে ভেঙে পড়ে আক্রান্ত ছাত্র।
আক্রান্ত ছাত্রের বাবা অমিত মালো বলেন, “তিন বছর ধরে আমার ছেলেকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। আজকের ভিডিও দেখার পর সিদ্ধান্ত নিয়েছি, আর এই স্কুলে পড়াব না।”
অন্যদিকে, স্কুলের সহকারী প্রধান শিক্ষক রণজয় দাস জানান, “ঘটনার বিস্তারিত জানার পর মঙ্গলবার প্রধান শিক্ষকের উপস্থিতিতে ছাত্র ও অভিভাবকের সঙ্গে আলোচনা হবে।”
ঘটনায় শিলিগুড়ি শহরে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।