
এনজেপির হোটেল থেকে ধরা পড়ল তিন দুষ্কৃতী, উদ্ধার সোনার গয়না
সংবাদ বিশ্লেষণ:
শিলিগুড়ি শহরে চাঞ্চল্য! একদিনে নিউ পালপাড়া ও সারদা পল্লী এলাকায় পরপর দু’টি একই ধরনের ছিনতাইয়ের ঘটনায় তোলপাড় স্থানীয় বাসিন্দারা। পুলিশের তৎপরতায় ধরা পড়েছে পুরো দুষ্কৃতী চক্র। উদ্ধার হয়েছে চুরি যাওয়া সোনার গয়নাও।
প্রথম ঘটনা ঘটে নিউ পালপাড়ায়, যেখানে এক বৃদ্ধের কাছ থেকে সোনার চেইন ও আংটি কেড়ে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর একই দিনে সারদা পল্লীর ৩৭ নম্বর ওয়ার্ডে ফের সেই একই কায়দায় ঘটে ছিনতাই।
ঘটনার কায়দা ভয়ংকর:
দুজন যুবক মোটরবাইকে করে এসে রত্না দত্ত নামে এক প্রবীণার দরজায় কলিং বেল বাজায়। নিজেদের পরিচয় দেয় পিতলের ও সোনার জিনিস পরিষ্কার করার কর্মী হিসেবে। বৃদ্ধা দরজা খোলামাত্র তার মুখে স্প্রে করা হয় ক্লোরোফর্ম, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যান তিনি। এরপর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
ঘটনার তদন্তে নামে ভক্তিনগর থানার আশিঘর ফাঁড়ির প্লেইন ক্লথস পুলিশ। কিছু ঘণ্টার মধ্যেই এনজেপির একটি হোটেল থেকে পঙ্কজ সাউ ও পাণ্ডব কুমার নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
তদন্তে উঠে আসে, এরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য এবং নিউ পালপাড়া ও সারদা পল্লীর ঘটনায় একই গ্যাং জড়িত। জিজ্ঞাসাবাদে আরও এক ব্যক্তির নাম সামনে আসে—অনিল ডোম, যিনি এনজেপির গেট বাজার এলাকার বাসিন্দা। তিনি মূলত সোনার গয়না গুলি লুকিয়ে রাখতেন।
অনিলকেও গ্রেফতার করে পুলিশ, এবং তার বাড়ি থেকেই চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার করা হয়। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে।