শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা: শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে এক বড় পদক্ষেপ নিল শিলিগুড়ি পুরনিগম। শুক্রবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল পুরনিগমের নতুন ৫টি ট্রাক্টর গাড়ি। এই প্রকল্পের মোট অর্থানুকূল্য ৫৫,৭৫,০০০ টাকা।
নতুন ট্রাক্টর গাড়িগুলি মূলত পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডে বর্জ্য নিষ্কাশন ও বর্জ্য পরিবহণ-এর কাজেই ব্যবহার করা হবে। পুরনিগম সূত্রে খবর, শহরের জনসংখ্যা ও দৈনন্দিন বর্জ্যের পরিমাণ দ্রুত বাড়ছে। ফলে পুরনিগমের বিদ্যমান পরিকাঠামো যথেষ্ট নয়। নতুন যান সংযোজনের ফলে এবার বর্জ্য নিষ্কাশনের গতি এবং কার্যকারিতা দুটোই বাড়বে বলে আশা করা হচ্ছে।
পরিষ্কার-পরিচ্ছন্ন শহরের লক্ষ্য
শিলিগুড়ি পুরনিগমের এক কর্তা জানান-
“এই প্রকল্প শুধু যান বাড়ানো নয়, বরং শহরবাসীর জন্য স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করাই আমাদের লক্ষ্য। সঠিক সময়ে বর্জ্য নিষ্কাশন করা গেলে শহরের স্বাস্থ্য পরিকাঠামো অনেকটাই শক্তিশালী হবে।”
শহরবাসীর প্রতিক্রিয়া
স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিন ধরেই বিভিন্ন ওয়ার্ডে বর্জ্য অপসারণের ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হচ্ছিল। এই নতুন উদ্যোগ সেই সমস্যার সমাধান করবে বলে তাঁরা আশাবাদী।
ভবিষ্যতের পরিকল্পনা
পুরনিগমের তরফে জানানো হয়েছে, পরিবেশ বান্ধব পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনা করতে আগামী দিনে আরও আধুনিক প্রযুক্তি এবং যান সংযোজনের পরিকল্পনা রয়েছে।