
শিলিগুড়ি, ২০ আগস্ট: গোপন সূত্রের খবরের ভিত্তিতে বড়সড় অভিযানে নামল আবগারি দপ্তর। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অন্তর্গত পিসি মিত্তাল বাস টার্মিনাসের কাছে একটি গুদাম থেকে উদ্ধার হল প্রায় ১৮ লক্ষ টাকার সিকিমি মদ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু’জনকে।

ধৃতদের নাম ঘনশ্যাম প্রসাদ এবং প্রজ্জ্বল বিশ্বকর্মা। দু’জনেই সিকিমের বাসিন্দা বলে জানিয়েছে আবগারি দপ্তর।

সূত্রের খবর অনুযায়ী, শিলিগুড়ির ওই গুদাম ব্যবহার করে বেআইনিভাবে সিকিম থেকে আনা মদ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় সাপ্লাই করা হতো। এতে রাজ্য সরকারের বিপুল রাজস্ব ক্ষতি হচ্ছিল।

অভিযানের সময় আবগারি দপ্তরের আধিকারিকরা প্রথমে দুই সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই মদের গুদামের সন্ধান মেলে। পরে তাদের গ্রেফতার করে আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

আবগারি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।