শিলিগুড়ি: ভয়াবহ ঘটনা ঘটল শিলিগুড়ির ভক্তিনগর থানার অন্তর্গত প্রকাশ নগর এলাকায়। নিজের তিন মাসের কন্যা সন্তানকে খুন করার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধেই। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ঘটনার বিবরণ:
- অভিযোগ, কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর থেকেই বাবা রাহুল মাহাতো প্রায়শই স্ত্রী প্রিয়াঙ্কা কুমারীকে হুমকি দিতেন যে তিনি শিশুকে খুন করবেন।
- মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে প্রিয়াঙ্কা দেখতে পান, মেয়ে কোনো নড়াচড়া করছে না।
- দ্রুত পরিবারকে খবর দেওয়া হয় এবং শিশুকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে। সেখানে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পুলিশি পদক্ষেপ:
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযুক্ত বাবা রাহুল মাহাতোকে গ্রেপ্তার করে। তবে অভিযুক্তের পরিবারের দাবি, তাঁর ওপর মিথ্যে অভিযোগ চাপানো হচ্ছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই ঘটনায় শোক ও ক্ষোভ ছড়িয়েছে এলাকায়।