
বেশ কয়েকদিন ধরে তীব্র গরমে পুড়ছে শহর শিলিগুড়ি।গরমে অতিষ্ঠ শহরবাসী , বর্ষাকাল হলেও তেমন বৃষ্টির প্রভাব নেই শিলিগুড়িতে , সপ্তাহ জুড়ে প্রচন্ড দাবদাহের পর আজ ভোরবেলায় যেন দেখা মিলেছিল বৃষ্টির । গতকালও প্রচন্ড গরমের পর আজ ভোর বেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত শুরু হয় , দমকা হাওয়ারও প্রভাব দেখা গিয়েছিলো বৃষ্টির সঙ্গে , আর এই হওয়ার জেরেই করে ফের ভেঙে পড়লো আস্ত একটি গাছ । শিলিগুড়ির গেট বাজার এলাকার বহু পুরোনো সেই গাছটি আচমকাই ভেঙে পরে , তবে কোনো রকম হতাহতের খবর পাওয়া যায়নি ।
বৃষ্টি বা প্রবল ঝরে শহর শিলিগুড়িতে গাছ ভেঙে পড়ার খবর নতুন নয় , এর আগেও শিলিগুড়ির সেবক রোড , হিলকার্ট রোডের মতো জায়গায় এমন অনেক গাছ ভেঙে পড়েছে অনেকে আহতও হয়েছে যার ফলে । মাস কয়েক আগেও শিলিগুঁড়ির ব্যাস্ততম মোড় ভেনাস মোড়ের কাছে বহু পুরোনো হনুমান মন্দিরের পাশেই থাকা একটি গাছ মন্দিরের সামনে ভেঙে পরে যার ফলে মন্দিরটিও ক্ষতিগ্রস্থ হয় , এছাড়াও এসএফ দেখা গিয়েছিলো একই ঘটনা । শিলিগুড়িতে এমন বেশ কিছু জায়গায় এমন ধরণের গাছ রয়েছে যেগুলি কিনা যখন তখন একটু বৃষ্টিতেই ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে , তাই অবশ্যই সকলকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে । বিশেষ করে ঝড় বৃষ্টির সময় নতুবা ঘটে যেতে পারে কোনো বড়ো দুর্ঘটনা , এখন দেখার এই বিষয়ে শিলিগুড়ি পৌর নিগমের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় কি না ।