শিলিগুড়ি, শুক্রবার: আগামী ৪ঠা সেপ্টেম্বর শিলিগুড়ি হিলকার্ট রোডের হাসমিচক মোড়ে মহা সমারোহে পালিত হবে ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মহম্মদ (নবি)-র জন্মজয়ন্তী।
অল নর্থ বেঙ্গল মুসলিম ইউনাইটেড-এর উদ্যোগে এবং নুর-এ মুজাসন-এর সহযোগিতায় অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। নবির ১৫০০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবী হুসেন মানসুরি।

শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকে নুর-এ মুজাসন সংগঠনের প্রতিষ্ঠাতা হুসেন রাজু জানান, অন্যান্য বছরের মতো এবারও এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। তাঁর দাবি, এবারে অনুষ্ঠানে ৫ হাজারেরও বেশি মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।