শিলিগুড়ি: শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের ওয়ার্ড নম্বর ২-এর মার্গারেট স্কুলের সন্নিকটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ছাত্র-ছাত্রীদের জন্য নির্মিত নতুন প্রতীক্ষালয়। শিলিগুড়ির বিদায়ক শঙ্কর ঘোষের বিদায়ক তহবিলের অর্থে এই প্রতীক্ষালয় গড়ে তোলা হয়েছে।

উদ্বোধন করেন রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের সম্মানীয় রাঘব মহারাজ। এদিনের অনুষ্ঠানে স্থানীয় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মূল দিকগুলো:
- প্রতীক্ষালয় নির্মিত হয়েছে বিদায়ক তহবিলের অর্থে।
- নির্মাণ কাজ সম্পন্ন করেছে শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভলপমেন্ট অথরিটি (SJDA)।
- সহযোগিতায় ছিলেন স্থানীয় কাউন্সিলর ও বরো চেয়ারম্যান গার্গী চ্যাটার্জী।
বিদায়ক শঙ্কর ঘোষ ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, “এই প্রতীক্ষালয়ের জন্য SJDA, স্থানীয় কাউন্সিলর গার্গী চ্যাটার্জী, স্কুল কর্তৃপক্ষ ও এলাকার সহনাগরিকদের বিশেষ ভূমিকা রয়েছে। পাশাপাশি শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাই।”

স্থানীয়দের মতে, এই প্রতীক্ষালয় চালু হওয়ায় ছাত্রছাত্রীদের জন্য অপেক্ষা আরও আরামদায়ক ও নিরাপদ হবে। এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতে এ ধরনের আরও জনকল্যাণমূলক উদ্যোগ নেবে কর্তৃপক্ষ।