
শিলিগুড়ি, ২০ আগস্ট: শিলিগুড়ি শহরের ৩৩ নম্বর ওয়ার্ডের গেট বাজার এলাকায় চাঞ্চল্যকর ও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল মঙ্গলবার ভোরে।
অভিযোগ, গভীর রাতে বাড়ির আটজন সদস্যকে স্প্রে করে অজ্ঞান করে চুরির চেষ্টা চালায় একদল দুষ্কৃতি। তবে ঘরে থাকা এক ব্যক্তি টের পেয়ে গেলে চোরেরা পালিয়ে যায়। যাওয়ার আগে বাড়ির সামনের দোকান থেকে নগদ প্রায় ১২ হাজার টাকা ও কিছু সামগ্রী নিয়ে চম্পট দেয় তারা।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ, অজ্ঞান অবস্থায় থাকা আটজনকে দ্রুত শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু খবর দেওয়ার পরও প্রায় দুই ঘণ্টা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি। পরে অবশ্য পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।