শিলিগুড়ি: শিলিগুড়ির ৪৩ নম্বর ওয়ার্ডের আপার ভানুনগরে কবি ভানুভক্ত মাঠে এ বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো শ্রী সিদ্ধিবিনায়ক পূজা কমিটির গণেশ পূজা। শুভ সূচনা হয় গণেশ চতুর্দশীর দিন, আর সেই সঙ্গে শহরবাসীর সামনে হাজির করা হয়েছে অভিনব থিম-‘অপারেশন সিঁদুর’।

পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের আয়োজনে থাকছে একাধিক সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি। মণ্ডপের নকশা, থিম ও সজ্জা ইতিমধ্যেই দর্শনার্থীদের মন জয় করেছে।
উদ্বোধনের পর থেকেই প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে ভিড় জমাচ্ছেন শহরবাসী। উদ্যোক্তাদের আশা, প্রথম বর্ষেই গণেশ পূজাটি জনপ্রিয় হয়ে উঠবে এবং আগামী দিনে আরও বড় পরিসরে এই আয়োজন করা সম্ভব হবে।

স্থানীয় বাসিন্দাদের মতে, আপার ভানুনগরে এমন এক উদ্যোগ এলাকায় উৎসবের আবহ তৈরি করেছে। এতে এলাকার তরুণ প্রজন্মের অংশগ্রহণ বিশেষভাবে লক্ষণীয়।