
ইসলামপুর, ১৬ জুলাই: শিক্ষাক্ষেত্রে আরও এক ধাপ অগ্রগতি—ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে নবনির্মিত স্মার্ট ক্লাসরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো মঙ্গলবার। ফিতে কেটে এই ক্লাসরুমের উদ্বোধন করেন ইসলামপুরের মহকুমাশাসক প্রিয়া যাদব এবং ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগারওয়াল।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস, বিদ্যালয়ের শিক্ষিকারা এবং ছাত্রীরা। উদ্বোধনের পর বিদ্যালয় পরিদর্শন করেন অতিথিরা এবং স্মার্ট ক্লাসরুমে প্রযুক্তি ব্যবহারের দিক নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন।
স্মার্ট ক্লাসরুম চালুর ফলে ছাত্রীরা আরও প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ পাবে বলে মত বিদ্যালয় কর্তৃপক্ষের। উপস্থিত আধিকারিকরা জানান, এই উদ্যোগ আগামী দিনে ডিজিটাল শিক্ষার পরিকাঠামো গড়ে তোলার পথ আরও মসৃণ করবে।