
সংবাদ: শিলিগুড়ি, ১১ আগস্ট: শহরের অন্যতম ব্যস্ত এলাকা মাটিগাড়ার একটি নামী শপিং মলে স্পার আড়ালে চলছিল মধুচক্রের রমরমা ব্যবসা। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সন্ধ্যায় অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। অভিযানে হাতেনাতে ধরা পড়েন এক যুবক ও এক যুবতী।
ধৃতদের নাম বিবেক কুমার মাহাতো, চম্পাসারির বাসিন্দা, এবং আকৃতি গুরুং (২২), দার্জিলিঙের বাসিন্দা। অভিযানের পর তাদের গ্রেপ্তার করে মাটিগাড়া থানার হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই শপিং মলের স্পা-টিতে গোপনে এই অসাধু ব্যবসা চলছিল। এর আগে মে মাসেও একই শপিং মলের আরেকটি স্পায় হানা দিয়ে মালকিন ও এক গ্রাহককে গ্রেপ্তার করেছিল পুলিশ। কয়েক মাসের মধ্যেই ফের একই ধরনের অভিযোগে পুলিশি অভিযান শহরে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। গোটা ঘটনায় আরও কারা জড়িত, সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।