শিলিগুড়ি, শুক্রবার: আত্মহত্যা নিয়ে নীরবতা ভেঙে মানসিক সুস্থতার বার্তা ছড়িয়ে দিতে সূর্যসেন মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হল এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচি। অনুষ্ঠানের থিম ছিল— “Breaking the Silence: Talking about Suicide”।
ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি’র মিড ইয়ার কনফারেন্স MIDCIPS 2025-এর অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষক ও শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধ এবং মানসিক সুস্থতা রক্ষার নানা কৌশল জানানো হয়। আয়োজকদের বক্তব্য,
“সময়মতো সমস্যার লক্ষণ চিহ্নিত করে সহায়তা করা গেলে বহু প্রাণ রক্ষা সম্ভব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. সবিতা মালহোত্রা, ডা. অমৃত পট্টোজোশি, ডা. শ্রীকুমার মুখার্জি, ডা. ওম প্রকাশ সিংহ ও ডা. সঞ্জিবা দত্ত। সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন ডা. শান্তনু দে, ডা. ইন্দ্রজিৎ সেনগুপ্ত ও ডা. সঞ্জয় গার্গ।
অংশগ্রহণকারীদের জন্য সার্টিফিকেট ও রিফ্রেশমেন্টের ব্যবস্থাও রাখা হয়েছিল। কর্মসূচির মূল বার্তা ছিল স্পষ্ট—
“চলুন, নীরবতা ভেঙে যত্ন ও সহমর্মিতার পরিবেশ গড়ে তুলি।”