
শিলিগুড়ি, ১৯ জুলাই: উত্তরকন্যা অভিযান উপলক্ষে আজ সকালেই বাগডোগরা বিমানবন্দরে পৌঁছালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিমানবন্দরে পা রাখতেই তাঁকে স্বাগত জানাতে ভিড় জমায় বিজেপি কর্মী ও সমর্থকেরা। “শুভেন্দু দা”র জন্য ছিল উত্তরীয়, ফুলমালায় বরণ এবং গগনবিদারী স্লোগান।
বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ছিল প্রচণ্ড উৎসাহ ও উদ্দীপনা। একরাশ আবেগে তাঁরা বরণ করে নেন তাদের প্রিয় নেতাকে।