
কোচবিহার, ৬ আগস্ট: রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগে চাঞ্চল্য ছড়াল কোচবিহারে। মঙ্গলবার নিউ কোচবিহার স্টেশন সংলগ্ন খাগড়াবাড়ি রোড এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগ, তৃণমূল কর্মী-সমর্থকরা কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি বাঁশ, লাঠি ও ইট নিয়ে হামলা চালান শুভেন্দুর কনভয়ে। ভাঙচুর করা হয় একাধিক গাড়িও।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুভেন্দুর নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী পুলিশ মোতায়েন ছিল। তবুও আচমকাই একদল তৃণমূল কর্মী সেখানে জড়ো হয়ে যান এবং শুভেন্দুর কনভয় আসতেই বিক্ষোভ শুরু হয়। প্রথমে শুধু কালো পতাকা দেখানো হলেও, পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংবাদমাধ্যমের ফুটেজে দেখা যায়, পুলিশের সামনেই ইট ছোড়া এবং গাড়ি ভাঙচুর হয়।

ঘটনাকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূলের মধ্যে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ অভিযোগ করেছেন, “তৃণমূল পরিকল্পিতভাবে পুলিশের সহায়তায় এই হামলা চালিয়েছে। শুভেন্দু অধিকারীর গাড়ির ওপর ইট ছোড়া হয়েছে, ভাঙচুর হয়েছে।”
অন্যদিকে, তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, “শুভেন্দু অধিকারী যেখানে যাচ্ছেন সেখানেই বাংলাভাষার মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। হামলা নয়, সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন।” তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ আরও বলেন, “বাংলা ভাষাকে যারা অপমান করে, তাদের কালো পতাকা দেখানো হবে।”
এখনও পর্যন্ত পুলিশের তরফে ঘটনার প্রেক্ষিতে বিস্তারিত কোনও বিবৃতি না মিললেও, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।