
বৃহস্পতিবার সকালে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির আমবাড়ি গজলডোবা সংলগ্ন তিস্তা ক্যানেলে। সেখানে ভেসে ওঠে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ। পথচলতি মানুষজন ক্যানেলের জলে দেহটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে খবর দেন নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দীর্ঘ খোঁজাখুঁজির পর অবশেষে ফুলবাড়ী সংলগ্ন ছোবাভিটা এলাকা থেকে উদ্ধার করা হয় মৃতদেহটি। উদ্ধারকারীদের প্রাথমিক অনুমান, দেহটি প্রায় ৫ থেকে ৬ দিনের পুরনো এবং মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। দেহটি ইতিমধ্যেই পচন ধরেছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত মৃত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। কীভাবে মৃত্যু হল, নেপথ্যে কোনও অপরাধমূলক ঘটনা রয়েছে কিনা—তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ঘটনায় এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। পুলিশ তদন্ত শুরু করেছে এবং মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।