
বর্ষার শুরু থেকেই বেহাল দশা উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল গুলির বিশেষ করে কালিমপং জেলা , দার্জিলিং জেলায় ভারী বৃষ্টিপাতের ফলে বেহাল অবস্থা পাহাড়ি জনজীবনের । প্রতি বছরই ভারী বৃষ্টিতে ফুলে ফেঁপে ওঠে পাহাড়ি গা দিয়ে বয়ে আসা তিস্তা নদী । বছরের বাকি সময় গুলিতে এই তিস্তা নদীর অপরূপ সৌন্দর্য দেখতে যতটা না ভালো লাগে বর্ষায় যেন এই অপরূপী তিস্তায় ভয়ানক রূপ ধারণ করে ।
প্রবল বর্ষার জেরে পাহাড় থেকে পলি বালি কাঁকর নিয়ে প্রবাহিত এই তিস্তার প্রভাব এবার দেখা গেলো গজলডোবা তিস্তা ক্যানেলে । লাগাতার পাহাড়ে বৃষ্টির ফলে গজলডোবা তিস্তা ক্যানেল ভোরে উঠেছে পলি মাটি দিয়ে , ক্যানেলটি পুরোপুরি পলি মাটিতে ভোরে ওঠায় একপ্রকার জল আসা বন্ধ হয়ে গিয়েছে যার ফলে তিস্তা যেন আরো দ্বিগুন ফুলে ফেঁপে উঠেছে , তাই আজ দ্রুত গজলডোবা তিস্তা ক্যানেলের পলি তোলার কাজ শুরু করা হয়েছে , দ্রুত গতিতে আর্থমুভার দিয়ে পলি তোলার কাজ চলছে যাতে খুব শীঘ্রই ক্যানেলটি পুনরায় তার স্বাভাবিক রূপে ফিরে আসে ।