
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কসবা গণধর্ষণ কাণ্ডে (Kasba Law College) মূল অভিযুক্ত তৃণমূল যুব নেতা। এই খবর প্রকাশ্যে আসতেই রাজ্যের শাসক দলকে একহাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, রাজ্যের প্রতিটি কলেজে ক্ষমতার অপব্যবহার করে ভয়ের পরিবেশ তৈরি করেছে তৃণমূল।’
বিয়ের প্রস্তাব নাকচ করায় কসবা ল কলেজের এক ছাত্রীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। তরুণীর বয়ান অনুযায়ী গোটা ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম জড়ায় তৃণমূল যুব নেতা মনোজিৎ মিশ্রের। এই ঘটনায় রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) লেখেন, ‘কলেজ ক্যাম্পাসের মতো পবিত্র জায়গা, যেখানে ছাত্রছাত্রীরা জ্ঞান অর্জনের জন্য আসে, সেখানে এমন নৃশংসতা সমাজের জন্য লজ্জাজনক। সঠিক ও নিরপেক্ষ তদন্ত করে মামলার দ্রুত নিষ্পত্তি করা উচিত। অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় না দেখে কঠোরতম শাস্তি দেওয়া হোক।’