মুম্বই: মুক্তির আগেই একের পর এক বিতর্ক ঘিরে ফেলেছে বিবেক অগ্নিহোত্রীর রাজনৈতিক থ্রিলার ‘দ্য বেঙ্গল ফাইলস’। পরিচালকের বিরুদ্ধে উঠেছে ইতিহাস বিকৃতির অভিযোগ, আবার অনেকে বলেছেন ‘সস্তা সাম্প্রদায়িক সুড়সুড়ি’ দিচ্ছেন তিনি। এমনকী সিনেমা রিলিজের আগে প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলেও দাবি করেছেন পরিচালক। সব মিলিয়ে ছবিটি ইতিমধ্যেই চর্চার কেন্দ্রে।
বলিউড সূত্রে খবর, নির্ধারিত সময়ে – ৫ সেপ্টেম্বর – ভারতে মুক্তি পেলেও বিদেশের বেশ কয়েকটি দেশে ছবির রিলিজ আটকে গেল সেন্সরের গেরোয়। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, “মরিশাসে এখনও সেন্সরের ছাড়পত্র পাওয়া যায়নি। তাই আপাতত সেখানে রিলিজ হচ্ছে না ছবিটি। খুব শিগগিরই নতুন তারিখ জানানো হবে।”
একইসঙ্গে জানা গেছে, আরব আমিরশাহী, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও হংকংয়ের সেন্সর বোর্ডও এখনও ছবিমুক্তিতে সবুজ সংকেত দেয়নি। যেহেতু ছবিটি সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত, তাই সেসব দেশের বোর্ড বিশেষভাবে পর্যালোচনা করছে। অনুমতি না মেলায় বিদেশে পিছোল মুক্তির তারিখ।
প্রসঙ্গত, এই ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার, পল্লবী যোশী প্রমুখ। বিশেষ ভূমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে।