
ধূপগুড়ি, ১৯ জুলাই: জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের হরিণখাওয়া এলাকায় ঘটল হৃদয়বিদারক ঘটনা। পুকুরে পড়ে মৃত্যু হল তিন বছরের এক কন্যাশিশু আরতি ওঁরাও-এর। এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোক।
পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিশুটির বাবা কাজের সূত্রে বাইরে ছিলেন, এবং মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। খেলার ছলে বাড়ির পাশের জমির আইল দিয়ে হাঁটতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় ছোট্ট আরতি।
দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। এক পর্যায়ে পুকুরেই তাকে ভাসতে দেখা যায়। সঙ্গে সঙ্গে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা গেছে, শিশুটির মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। তড়িঘড়ি করে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি।
শিশুটির এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা বলেন, “নিষ্পাপ একটা প্রাণ এমনভাবে চলে যাবে, ভাবতেই পারছি না।”