
শিলিগুড়ি, ২০ আগস্ট: বাঁকুড়ার তৃণমূল নেতা সায়ন খান খুনের ঘটনায় বড় সাফল্য পুলিশের হাতে। মূল অভিযুক্ত বাপি খানকে গ্রেপ্তার করা হয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার উদ্যোগে।
জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও বাঁকুড়া থানার যৌথ অভিযানে ফুলবাড়ি এলাকা থেকে ধরা হয় বাপি খানকে। দীর্ঘদিন ধরে পুলিশের খোঁজে ছিল সে। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে পাকড়াও করা হয়।
উল্লেখ্য, কয়েকদিন আগে বাঁকুড়ায় নৃশংসভাবে খুন হন তৃণমূল নেতা সায়ন খান। তদন্তে নেমে মূল অভিযুক্ত হিসেবে বাপি খানের নাম উঠে আসে। তারপর থেকেই সে পলাতক ছিল।
পুলিশ সূত্রে খবর, ধৃতকে আদালতে তোলা হবে এবং তদন্তের স্বার্থে বাঁকুড়ায় নিয়ে যাওয়া হবে। তদন্তকারীদের দাবি, এই গ্রেপ্তারির ফলে সায়ন খান খুন মামলার জট অনেকটাই খুলে যেতে পারে।