
ইসলামপুর, নিজস্ব সংবাদদাতা, রাজা খান, ১৮ জুলাই: ২১ জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ দিবস পালনকে সফল করতে তৃণমূল কংগ্রেস রাজ্যজুড়ে তৎপর। সেই লক্ষ্যেই বৃহস্পতিবার ইসলামপুরে আয়োজিত হল একটি বৃহৎ মিছিল। মিছিলটির নেতৃত্বে ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের প্রতিনিধি সাদিকুল ইসলাম।
তিনপুল মার্কেটিং কমপ্লেক্স থেকে শুরু হয়ে এই মিছিল ইসলামপুর শহর পরিক্রমা করে বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পথজুড়ে তৃণমূলের পতাকা, দলীয় স্লোগান, ও কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
তবে মিছিল ঘিরে কিছু প্রশ্নও ওঠে। অনুপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এবং ব্লক তৃণমূল সভাপতি জাকির হুসেন। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে সাদিকুল ইসলাম বলেন,
“আমি তাঁদের আমন্ত্রণ জানিয়েছিলাম। তবে দলীয় কাজের কারণে তাঁরা বাইরে ছিলেন, তাই উপস্থিত থাকতে পারেননি।”
এই মিছিলে আরও উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা সংখ্যালঘু সেলের সভাপতি মহম্মদ রেহান, রামগঞ্জের তৃণমূল নেতা ইদ্রিস আলী, বুধু মহম্মদ, গোবিন্দপুরের নেতা মহম্মদ হাবা সহ একাধিক অঞ্চল থেকে আসা দলীয় নেতা ও কর্মীরা।