
কোচবিহার | ৪ আগস্ট, ২০২৫: প্রতিবছরের মতো এই বছরও কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহীদ স্মরণ দিবস পালন করা হলো কোচবিহারের সাগরদিঘী সংলগ্ন এলাকায়।
মূলত ১৯৮৮ সালের ৪ আগস্ট খাদ্যে ভেজাল তেলের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শহীদ হন রবিন নারায়ণ চন্দ্র, বিমান দাস ও হাইদার আলী। তাঁদের স্মরণেই প্রতি বছর এই দিনে পালন করা হয় শহীদ দিবস।
স্মরণ সভা শুরু হয় শহীদ বেদীতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে। এরপর একে একে বক্তব্য রাখেন তৃণমূল নেতৃত্ব।
উপস্থিত নেতৃত্ব:
- রবীন্দ্রনাথ ঘোষ, পৌরপতি, কোচবিহার পৌরসভা
- পার্থ প্রতিম রায়, চেয়ারম্যান, NBSTC
- রজত বর্মা, চেয়ারম্যান, DPSE
- শহর ও ব্লক স্তরের একাধিক তৃণমূল কংগ্রেস নেতা
তাঁরা প্রত্যেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আগামী দিনে দলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
উদ্ধৃতি (রবীন্দ্রনাথ ঘোষ):
“শহীদদের আত্মবলিদান আজও আমাদের অনুপ্রেরণা দেয়। খাদ্য নিরাপত্তা ও সাধারণ মানুষের অধিকারের লড়াইয়ে আমরা সবসময় প্রতিজ্ঞাবদ্ধ।”