
শিলিগুড়ি, ২৭ জুলাই: যত দিন পেরোচ্ছে ততই যেন তাপমাত্রা উর্দ্ধমুখীর দিকে শৈল শহর শিলিগুড়ির । বিগত কয়েক বছরে যে হারে শহর শিলিগুড়ির তাপমাত্রা বেড়েছে তাতে এটাই বোঝা যায় শৈল শহর আর শৈল শহরে নেই , তীব্র দাবদহে অতিষ্ট শহরবাসী , এবার যেন বর্ষাও মুখ ফিরিয়েছে শহরের দিক থেকে মাঝে মধ্যে বৃষ্টি হলেও পরক্ষণে আবারো সেই ভ্যাপসা অসহ্যকর গরম ।

শিলিগুড়ির পরিবেশ যাতে পুনরায় আগের মতো ফিরে আসে সেই আশায় আজ বঙ্গীয় হিন্দু মহামঞ্চের তরফ থেকে নেওয়া হলো মহতী কর্মসূচি । আজ অর্থাৎ শনিবার বঙ্গীয় হিন্দু মহামঞ্চের ১ নং বাহিনীর পক্ষ থেকে শিলিগুড়ি চম্পাসারি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয় । এক সদস্য জানান , যে ভাবে শহর জুড়ে একের পর এক বড়ো বড়ো বিল্ডিং গড়ে উঠছে তার সঙ্গে মানুষ গাছ লাগাতে ভুলে যাচ্ছে , গাছের অভাবের কারণে শিলিগুড়ির তাপমাত্রা দিনের পর দিন বেড়েই যাচ্ছে । আমরা চাই শিলিগুড়ির পরিবেশ যেন আগের মতো হয়ে উঠুক তাই আজকে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি , আমরা চাই সকলেই যেন এগিয়ে আসে এই কাজে যাতে করে পুনরায় আমাদের শহরের সৌন্দর্য ও মনোরম পরিবেশ আমরা ফিরে পেতে পারি ।
আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহামঞ্চের সাধারণ সম্পাদক শ্রী মান্না ভদ্র মহাশয় , বাহিনী প্রধান অনুপ শ্রীবাস্তব মহাশয় , দিলীপ মোহন্ত মহাশয় সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব।