
কোচবিহার, ২ আগস্ট ২০২৫: লোকশিল্পীকে ঘিরে বিতর্কে উত্তাল কোচবিহার। মাথাভাঙ্গার লোকগানের শিল্পী মনীন্দ্র বর্মন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে গান বাঁধায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। শুক্রবার রাতে সংবাদমাধ্যমের সামনে বিস্ফোরক মন্তব্য করে বসেন তিনি।
মন্ত্রী উদয়ন গুহ বলেন,
“ও যে ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে, সেটা যদি স্বাধীনতা হয়, তাহলে ওকে কেউ যদি ল্যাম্পপোস্টে বেঁধে পেটায়, সেটাও তাহলে স্বাধীনতা।”
তিনি আরও বলেন,
“যদি সামনে পাই, ওর ভাষাতেই ওকে জবাব দেব।”
লোকশিল্পী মনীন্দ্র বর্মন একটি গান রচনা করেছেন, যেখানে রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও প্রশাসনিক দুর্নীতিকে ব্যঙ্গ করা হয়েছে। নাম না করলেও গানের ভাষা ও ভঙ্গিমা থেকে ইঙ্গিত মিলেছে, তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করেই লেখা।
এই গান ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এর আগেও তিনি সরকারি দুর্নীতি ও নীতির সমালোচনায় গান রচনা করেছেন, যার ফলে প্রশাসনের একাংশের চক্ষুশূল হয়ে ওঠেন।
বিতর্কের কেন্দ্রে কী?
- লোকশিল্পীর ব্যাঙ্গাত্মক গান: যা রাজনৈতিক নেতাদের উদ্দেশ করে রচিত, স্পষ্টতই কটাক্ষপূর্ণ ভাষায়।
- মন্ত্রীর হুমকি মিশ্রিত প্রতিক্রিয়া: যা নাগরিক স্বাধীনতার প্রশ্ন তুলে দিচ্ছে।
- মতপ্রকাশের স্বাধীনতা বনাম শালীনতার প্রশ্ন: গানটি কতটা কুরুচিকর, তা নিয়ে বিভাজন স্পষ্ট।
মানবাধিকার ও রাজনৈতিক বিশ্লেষকদের মত:
বিশেষজ্ঞদের মতে,
“কোনও শিল্পীর বক্তব্যের উত্তর যদি হয় শারীরিক হুমকি, তাহলে তা গণতন্ত্রের পক্ষে অশনিসংকেত।”
এই বিতর্কের প্রভাব:
এই ঘটনা যেমন শিল্পীর স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের প্রশ্ন তুলেছে, তেমনি নেতাদের ভাষা এবং দায়িত্ববোধ নিয়েও বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে।