শিলিগুড়ি, ২৩ আগস্ট: ফুলবাড়ীর মহানন্দা নদী থেকে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ। শনিবার সকালে প্রথমে কামরাঙ্গাগুড়ি এলাকায় নদীর জলে দেহটিকে ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
পরে স্রোতের টানে দেহটি ফুলবাড়ীর পশ্চিম ধানতলা এলাকায় এসে ঝোপঝাড়ে আটকে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের বয়স আনুমানিক ৪০ বছর। অনুমান করা হচ্ছে, দেহটি তিন থেকে চার দিনের পুরনো। ময়নাতদন্তের জন্য দেহটি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।