
উত্তরকন্যা অভিযান ঘিরে শমিক ভট্টাচার্যের কড়া বার্তা, বাজেট বঞ্চনার অভিযোগে তপ্ত রাজনীতি
সংবাদ বিশ্লেষণ:
রাজ্য বিজেপির নতুন সভাপতি শমিক ভট্টাচার্যের উত্তরবঙ্গ সফর শুরুতেই তুঙ্গে উত্তেজনা। বাগডোগরা বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসকে একপ্রকার হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, “উত্তরবঙ্গের মানুষ অনেক আগেই তৃণমূলকে বিদায় জানিয়েছেন। এবার পালা দক্ষিণবঙ্গের।”
শমিকবাবুর দাবি, “উত্তরকন্যা প্রকল্পে যে বাজেট বরাদ্দ হয়েছে, তা দিয়ে তো জলও গরম হয় না। রাজ্য সরকার উত্তরবঙ্গকে অবহেলা করছে, বঞ্চনা করছে। বরাদ্দের অর্থ অন্যত্র পাঠানো হচ্ছে — এটা উত্তরবঙ্গবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা।”
‘উত্তরকন্যা অভিযান’ নিয়ে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তেজনা। সেই প্রেক্ষিতে বিজেপির মুখপাত্র ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভূমিকাকেও প্রশংসা করেন শমিকবাবু, জানান— “এই অভিযানের মাধ্যমে শুভেন্দু উত্তরবঙ্গবাসীর অধিকারের লড়াইয়ে নেতৃত্ব দেবেন।”
এই মন্তব্য ঘিরে নতুন করে উত্তপ্ত উত্তরবঙ্গের রাজনীতি। পাল্টা জবাব আসার অপেক্ষায় রাজনৈতিক মহল।