
শিলিগুড়ি, ১৯ জুলাই: বিজেপি যুব মোর্চার ডাকা উত্তরকন্যা অভিযানের আগে উত্তপ্ত হয়ে উঠছে শিলিগুড়ি। আজ সকালে তিনবাত্তি মোড় থেকে শুরু হয়েছে বিজেপির মিছিল, যা শেষ হবে ফুলবাড়ি চুনাভাটি ফুটবল ময়দানে সভার মাধ্যমে। মিছিলের নেতৃত্বে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এরই মাঝে উত্তরকন্যা ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন হয়েছে বিশাল পুলিশবাহিনী, বসানো হয়েছে ব্যারিকেড, প্রস্তুত রাখা হয়েছে জলকামানও। প্রশাসনের তরফে সতর্ক নজর রাখা হচ্ছে গোটা কর্মসূচির উপরে।
তিনবাত্তি মোড়ে সকাল থেকেই জমায়েত শুরু করেছেন বিজেপি কর্মী-সমর্থকেরা। দলীয় সূত্রে খবর, রাজ্য সরকারের ‘দুর্নীতি’, কর্মসংস্থান এবং প্রশাসনিক পক্ষপাতিত্বের বিরুদ্ধে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কোনও রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।