
নয়াদিল্লি, ১৮ জুলাই: লোকসভা নির্বাচনের এক বছর পেরিয়ে গেলেও এখনও দিল্লিতে সাংসদ কোয়ার্টার পাননি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রাক্তন ক্রিকেটার তথা বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। শুক্রবার সংসদীয় হাউজিং কমিটির বৈঠকে এই বিষয়কে কেন্দ্র করে তীব্র বচসা ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে বিরোধী সাংসদদের মধ্যে।
বিরোধীদের অভিযোগ, সাংসদদের মধ্যে বাড়ি বণ্টনের ক্ষেত্রে চরম পক্ষপাতিত্ব করা হচ্ছে। বিজেপি ও ট্রেজারি বেঞ্চের বহু সাংসদ সহজেই ভাল ফ্ল্যাট ও বাংলো পেয়ে গিয়েছেন, অথচ ইউসুফ পাঠান-সহ অনেক বিরোধী সাংসদ এখনও মাথা গোঁজার ঠাঁই পাননি।
হাউজিং কমিটির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীরা। অভিযোগ, গত দুই বছরে মাত্র দু’টি বৈঠক হয়েছে এই কমিটির। পাশাপাশি, অনেক প্রাক্তন সাংসদ ও অরাজনৈতিক ব্যক্তিরা এখনও বাংলো দখল করে আছেন বলেও অভিযোগ উঠে আসে বৈঠকে। নিউ দিল্লি এলাকায় পরিকাঠামোগত কাজে এনডিএমসি-র ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন কয়েকজন সাংসদ।
তৃণমূল সূত্রে দাবি, ইউসুফ পাঠান ছাড়াও তাঁদের একাধিক সাংসদ এখনও সরকারি বাড়ি পাননি। বিশেষ প্রভাব খাটিয়ে অন্যদের ফ্ল্যাট পাইয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বহরমপুরে কংগ্রেসের বর্ষীয়ান নেতা অধীর চৌধুরীকে পরাজিত করে তৃণমূলের হয়ে সাংসদ নির্বাচিত হন ইউসুফ পাঠান।