
শিলিগুড়ি,২০ আগস্ট: ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলের মাঝা বাড়ি এলাকায় হৃদয়বিদারক ঘটনা। নিজের মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এক ব্যাক্তি। অসহায় বৃদ্ধা মাকে শেষমেশ রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই জমি নিয়ে মা ও ছেলের মধ্যে বিবাদ চলছিল। অভিযোগ, ওই বৃদ্ধা বাড়িতে থাকতে চাইলে তার ছেলে জানায়— “দরকার পড়লে কুপিয়ে খুন করে জেলে যাব, তবুও বাড়িতে ঢুকতে দেব না।”
অবশেষে অসহায় মা ইন্ডিয়ান হিউম্যান রাইটস সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। সংস্থার কর্মীরা তাকে নিয়ে বাড়িতে পৌঁছলেও ছেলের অবস্থান একই থাকে। বারবার বোঝানোর পরও তিনি মাকে ঘরে ঢুকতে দেননি।
অন্যদিকে, বৃদ্ধা পুলিশে অভিযোগ জানাতেও রাজি নন। তার বক্তব্য, “যদি পুলিশের কাছে কমপ্লেন করি, তবে ছেলে ধরা পড়ে মার খাবে। তাই আমি কোন রকম অভিযোগ করবো না।”
বিদ্যার ছেলে দাবি করে, “পাঁচ মাস আগে মা মেয়ের বাড়ি চলে গিয়েছিল। আজ এসে আবার থাকতে চাইছে। উপরন্তু বাড়ির জিনিসপত্র ও টাকা-পয়সা মেয়ের বাড়িতে পাঠায়। তাহলে কেন আমি তাকে বাড়িতে রাখবো?”
মানবাধিকার ও মহিলা অধিকার সংস্থার কর্মীরা বৃদ্ধার পাশে দাঁড়ালেও এখনো পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। এলাকাজুড়ে ঘটনার তীব্র নিন্দা চলছে। তাড়াতাড়ি ছেন যদি আজকের মধ্যে বাড়িতে ঢুকতে না দেওয়া হয় তাহলে পুলিশে যেতে বাধ্য হবে।।