রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শতবর্ষ উপলক্ষ্যে সারা দেশব্যাপী একাধিক কার্যক্রম আয়োজন করার লক্ষ্য নেওয়া হয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী আজ ০৯/১১/২০২৫ শিলিগুড়ির সূর্যসেন কলোনি সারদা শিশুতীর্থ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রমুখ নাগরিক সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজের প্রায় ২২০ জন গণ্যমান্য ব্যক্তিগণ, যাদের মধ্যে মাতৃশক্তি ছিলেন ৫০ জনের অধিক । যারা নিজ নিজ ক্ষেত্রে উৎকৃষ্ট কাজ করে চলেছেন।
অনুষ্ঠানের প্রারম্ভে ভারত মাতার প্রতিকৃতি, গুরু তেগবাহাদুর জী এবং ভগবান বিরসা মুন্ডার ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শিলিগুড়ি মাননীয় সহ বিভাগ সঙ্ঘচালক শ্রী সুনীল শা মহাশয়,শিলিগুড়ির মাননীয় মহানগর সঙ্ঘচালক ডাঃ অমিতাভ মিশ্র মহাশয় ও আজকের কার্যক্রমের মু্খ্যবক্তা পাঞ্চজন্য ম্যাগাজিনের এডিটর শ্রী হিতেশ শঙ্কর মহাশয়।
মাননীয় মহানগর সঙ্ঘচালক মহাশয় স্বাগত বক্তব্য রাখার পর প্রধান বক্তা হিসেবে শ্রী হিতেশ শঙ্কর মহাশয় তাঁর সম্বোধনে সঙ্ঘের শতবর্ষের যাত্রায় উপেক্ষা, বিরোধ এবং স্বীকৃতি এই তিন কালখণ্ডের বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন। উনি হিন্দু সমাজকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার জন্য উপস্থিত সকল প্রমুখ নাগরিকদের এগিয়ে এসে সঙ্ঘ কাজের সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানান। পাশাপাশি উনি পঞ্চ পরিবর্তনেরও উল্লেখ করেন এবং তাৎপর্য ব্যাখ্যা করেন।